সাভারে গার্মেন্টসকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ
প্রকাশ | ১৯ মে ২০১৭, ০১:৩০
সাভারে এক গার্মেন্টসকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শ্লীলতাহানির শিকার গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ। ১৭ মে (বুধবার) ভোরে সাভারের হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
শ্লীলতাহানির স্বীকার ওই গার্মেন্টস শ্রমিকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চাঁদপুর গ্রামে। সে সাভার বাজার রোড এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে এবং পৌর এলাকার রাজাশন মহল্লার এমটার নেট তৈরি পোশাক কারখানায় হেলপার হিসেবে কাজ করে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানিয়েছেন, শ্লীলতাহানির ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।