সাভারে নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৫
প্রকাশ | ১৯ মে ২০১৭, ০১:২২
সাভারে এক নারী পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ বখাটেকে আটক করেছে পুলিশ। ১৭ মে (বুধবার) রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড ও হেমায়েতপুরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সাভার মডেল থানার এসআই শামছুল আলম সুমন জানান, কাজ শেষে গত ১৬ মে (মঙ্গলবার) রাতে সাভারের রাজাশন এলাকার একটি তৈরি পোশাক কারখানা থেকে সাভার বাজার রোডসংলগ্ন বাসায় ফিরছিলেন ঘটনার শিকার নারী পোশাক শ্রমিক। পথে দেখা হওয়ার পর পূর্ব পরিচিত ফল ব্যবসায়ী রাকিব হোসেন ওই নারী শ্রমিককে ডেকে নিয়ে যায়। এরপর হেমায়েতপুর জনতা হাউজিংয়ের ভেতর একটি বাড়িতে তাকে ধর্ষণ করে রাকিবসহ চার যুবক।
১৭ মে (বুধবার) ওই নারী সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করার পর ভোররাতে ধর্ষণকারীদলের মূল হোতা রাকিবকে (২৭) সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে ও হেমায়েতপুর পদ্মার মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাজু আহমেদ (২৬), ফয়সাল (২৩) ও মুন্নাকে (২৫) আটক করা হয়। এ ছাড়া ধর্ষণে সহয়াতাকারী পমরদেহ (২৬) নামে অপর এক যুবককে হেমায়েতপুর এলাকা থেকে আটক করা হয়। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।