কাজে দেরি হওয়ায় গৃহপরিচারিকাকে গরম খুন্তির ছ্যাকা
প্রকাশ | ১৭ মে ২০১৭, ১৯:৪৭
অনলাইন ডেস্ক
![](/assets/news_photos/2017/05/17/image-8594.jpg)
সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার সাইফ খানের বাসায় গৃহপরিচারিকা হোসনে আরা (১১) কে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহকর্তী শিমু আক্তারকে আটক করেছে পুলিশ।
হোসনে আরার মা জাহান্নারা বেগম বলেন, তার মেয়ে গত নয় মাস ধরে সাভারের ওই বাসায় কাজ করে। ১৬ মে (মঙ্গলবার) কাজে দেরি হওয়ায় গৃহকর্তী শিমু আক্তার গরম খুন্তি দিয়ে হোসনে আরার বুকের বিভিন্ন স্থানে পুড়িয়ে দেয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জনিয়েছেন, সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।