স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ | ১৭ মে ২০১৭, ১৯:৪৩
যশোরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে আব্দুল্লাহ তিতুমীরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১৭ মে (বুধবার) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাগ যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়ার আইউব আলীর ছেলে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইদ্রিস আলী জানান, আব্দুল্লাহ সদর উপজেলার মোবারককাটি গ্রামের কবির হোসেনের মেয়ে সালমা খাতুনকে বিয়ের পর যৌতুক হিসেবে মোটরসাইকেল দাবি করে আসছিলেন। যৌতুক না পেয়ে সালমাকে নির্যাতন করে আসছিলেন। এক পর্যায়ে ২০১২ সালের ৯ জুলাই সালমার শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আব্দুল্লাহ তিতুমীরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।