লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ | ১৬ মে ২০১৭, ২০:০০ | আপডেট: ১৭ মে ২০১৭, ১৩:১২
লক্ষ্মীপুরে রামগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রী কুলসুম বেগমকে হত্যা মামলায় স্বামী মনির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আরো এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশও দেয়া হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, যৌতুক না পেয়ে ২০১২ সালের ১৭ নভেম্বর কুলসুম বেগমকে পিটিয়ে হত্যা করে স্বামী মনির হোসেন। এ ঘটনায় ওইদিন নিহত কুলসুমের বাবা জামাল মিয়া বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ২০১৩ সালের ২০ এপ্রিল মনির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে প্রায় ৫ বছর পর এ রায় প্রদান করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার বলেন, 'স্ত্রী হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আরো এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।' রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন তিনি।