সাফাতের দেহরক্ষী ও গাড়িচালক গ্রেপ্তার
প্রকাশ | ১৬ মে ২০১৭, ১৫:১২
রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রহমত আলীর কাছ থেকে একটি শটগান ও দশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
১৫ মে (সোমবার) রাতে রহমতকে গুলশান থেকে গোয়েন্দা পুলিশ এবং বিল্লালকে নবাবপুর রোড থেকে র্যাব গ্রেপ্তার করে। এই মামলার আরেক আসামি নাঈম এখনো পলাতক আছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তর গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম জানান, ১৫ মে (সোমবার) সন্ধ্যা ৭টায় গুলশান-১ এলাকা থেকে রহমতকে গ্রেপ্তার করা হয়।
ডিবির এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া রহমত আলী কাজ করতেন আবুল কালাম আজাদ নাম পরিচয়ে।
এর আগে ১১ মে রাতে সিলেট শহরের একটি বাড়ি থেকে সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে গ্রেপ্তার করে পুলিশ। তারা দু’জনই বর্তমানে রিমান্ডে রয়েছে। গত ১২ মে শুক্রবার সাফাতের ৬ দিন ও সাদমানের ৫দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার সিএমএম আদালত।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, ধর্ষণ ঘটনার অন্যতম অভিযুক্ত নাঈম আশরাফ ওরফে হালিমও রয়েছে নজরদারিতে। যেকোনও সময় নাঈমকেও গ্রেপ্তার করা হবে।