ধর্ষকদের বিচার দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি

প্রকাশ | ১১ মে ২০১৭, ১৪:৩৫ | আপডেট: ১১ মে ২০১৭, ১৪:৪০

অনলাইন ডেস্ক

সাম্প্রতিক সময়ে বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছা্ত্রীকে জন্মদিনের পার্টিতে ডেকে ধর্ষণ করার ঘটনা সহ সারা দেশে অব্যাহত খুন, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণঅবস্থান কর্মসূচীর ঘোষণা দিয়েছে যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট।

আজ ১১ মে (বৃহস্পতিবার) বিকেল ৫টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এই গণঅবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে নারী নিপীড়ন ও ধর্ষণ বিরোধী সকল প্রগতিশীল ছাত্র-জনতাকে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, কি পাহাড়ে কি সমতলে সবখানে আজ নারীরা নির্যাতনের শিকার। বিচারহীনতার সংস্কৃতিই আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। কিছুদিন আগে বনানীতে ধর্ষণের ঘটনায় ধর্ষক সাফাত, নাঈম, সাকিফের ধর্ষণ এবং পরবর্তী সময়ে তাদের পরিবারের বক্তব্য এটা প্রমাণ করে যে তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। তাই আমরা দাঁড়াচ্ছি ধর্ষকদের বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যের জানান দিতে।

এই গণ অবস্থান থেকে পরবর্তী কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের আহবায়ক শিবলী হাসান।