ধর্ষণের ঘটনায় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি
প্রকাশ | ০৯ মে ২০১৭, ০৯:৫৫ | আপডেট: ০৯ মে ২০১৭, ১৪:৩১
রাজধানীর বনানীতে আবাসিক হোটেলে দুই তরুণীকে অস্ত্রের মুখে ধর্ষণের ঘটনা তদন্ত করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
কমিটিকে ৮ মে (সোমবার) প্রয়োজনীয় স্থান পরিদর্শন, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে আগামি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে কমিশন।
কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম। সদস্যরা হলেন- নুরুন নাহার ওসমানী, এনামুল হক চৌধুরী, শরীফ উদ্দীন ও এম রবিউল ইসলাম।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে কমিশন স্বপ্রণোদিত হয়ে তদন্তের উদ্যোগ গ্রহণ করেছে। বনানীর ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ঘটনার শিকার দুই তরুণীর সঙ্গে কথা বলার পর ৮ মে (সোমবার) পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে গত ৬ মে (শনিবার) রাজধানীর বনানী থানায় মামলা করেন ওই দুই তরুণী।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলো- সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, তাদের গাড়িচালক বিল্লাল ও সাফাতের দেহরক্ষী (নাম অজ্ঞাত)।