চাঁপাইনবাবগঞ্জে নকশি কাঁথা প্রশিক্ষণের উদ্বোধন
প্রকাশ | ০৪ মে ২০১৭, ১৯:৫৮
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার আয়োজনে নারীদের নকশি কাঁথা ও কাটিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সংস্থার ‘নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পে’র (২য় পর্যায়) আওতায় ৬০ জন নারী ৪ মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
৪ মে (বৃহস্পতিবার) বিকেলে সংস্থার পাঠানপাড়া জেলা কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা চেয়ারম্যান আ্যাড. ইয়াসমিন সুলতানা।
অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা প্যানেল মেয়র মোসলেমা বেগম, নকশি কাঁথা ট্রেড প্রশিক্ষক সিনোরা বেগম, সহ. প্রশিক্ষক খুরশিদা খাতুন, সংস্থার দর্জি ট্রেড প্রশিক্ষক রেহেনা ইয়াসমিন, ক্যাটারিং প্রশিক্ষক রেবেকা আক্তার, সহ. প্রোগ্রামার তাসরিন সুলতানা, শিক্ষার্থী রোজেদা খাতুন প্রমুখ।