ঝর্ণা হত্যায় দুজন গ্রেপ্তার
প্রকাশ | ০৪ মে ২০১৭, ১৭:৫১
চলতি বছরের ২৮ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ীতে ঝর্ণা আক্তার নামের এক নারী হত্যার ঘটনায় জেসমিন আক্তার (৪০) ও মিলন (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ মে (বুধবার) রাতে ঢাকা ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে ৪ মে (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হয়েছে।
গত ২৮ এপ্রিল শনির আখড়া ব্রিজের পশ্চিম পাশের ঢাল থেকে ঝর্না আক্তারের লাশ উদ্ধার করা হয়। ওই দিন ঝর্নার ভাই নাসিরউদ্দিন বাদী হয়ে জেসমিন, মামুন হোসেন, দেলোয়ার ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জেসমিন ও মিলনকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের রিমান্ডে আনা হবে না। মামলার অপর আসামি মামুন ও দেলোয়ারের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে।