ঘূর্ণিঝড়ে সব হারালেন লিলাই বিবি
প্রকাশ | ০৩ মে ২০১৭, ০০:১০
গত ২৮ এপ্রিলের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের লীলাই বিবির (৬০) একমাত্র বসতভিটাটি মাটির সাথে মিশে যায়। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করা ষাটোর্ধ্ব এ অসহায় নারী এখন চোখের জলে দিন কাটাচ্ছেন। ভাঙা ঘরের নিচে বসে অসহায় চোখে তাকিয়ে আছেন, কারো সহযোগিতা পাবেন বলে।
জানা যায়, ১৫-২০ বছর আগে স্বামী সোলই মিয়া তিন সন্তানকে রেখে মারা গেলে জীবিকার তাগিদে পরের বাড়িতে ঝিয়ের কাজ করে কোন রকমে জীবন চালাচ্ছেন। তিন সন্তানের লালন পালন শেষে অবশিষ্ট কোন আয় থাকে না। দুই ছেলে বিয়ের পর পৃথক হয়ে যায়। আর মেয়েকে বিয়ে দিতে ভিটামাটি সব বিক্রি করে দিয়েছেন। এখন সরকারি খাস জায়গায় দায়-দেনা করে ছোট একটি কুঁড়েঘর তৈরী করেছিলেন। সেখানে থেকেই তিনি পরের বাড়িতে ঝিয়ের কাজ করে যা পেতেন তা দিয়েই চলতো লীলাই বিবির একার সংসার। কিন্তু তার মাথা গোজার একমাত্র অবলম্বনটি ঘূর্ণিঝড়ে ধ্বংস হওয়ায় নিঃস্ব হয়ে গেছেন। তার আশা সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে এলে হয়তো তিনি জীবনে বাঁচার জন্য নতুন দিশা খোঁজে পাবেন।
উল্লেখ্য, ২৮ এপ্রিল বিকালে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড়ের প্রবলে উপজেলার মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নের প্রায় কয়েক শতাধিক ঘরবাড়ি, গাছপালা, বৈদ্যুতিক খুটি লন্ডভন্ড হয়ে যায়। এখনও অনেক এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।