স্কুলছাত্রীর শ্লীলতাহানি, গৃহশিক্ষকের দণ্ড
প্রকাশ | ০১ মে ২০১৭, ১৩:৫০
অনলাইন ডেস্ক
স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সাতক্ষীরার পাটকেলঘাটায় রাজু শেখ নামে এক গৃহশিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজু শেখ মির্জাপুর গ্রামের আলি বক্স শেখের ছেলে।
৩০ এপ্রিল (রবিবার) দুপুর দিকে বিচারক তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান এ সাজা দেন।
পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, মির্জাপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সুযোগে মেয়েটির শ্লীলতাহানি করে রাজু শেখ (১৮)।
এ ঘটনায় মেয়ের মা থানায় অভিযোগ করলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।