নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ
প্রকাশ | ২৯ এপ্রিল ২০১৭, ১১:১৪
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক নারী শ্রমিককে তিন বন্ধু মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে থানায় মামলা হয়েছে। ২৪ এপ্রিল (সোমবার) ওই ধর্ষণের ঘটনা ঘটলেও মামলা হয় তিনদিন পর। ঘটনার পর থেকে ধর্ষকরা পলাতক।
ধর্ষিতার মা সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, উপজেলার কাঁচপুর এলাকার মালেক জুট মিলে তিনি ও তার মেয়ে চাকরি করেন। একই মিলে নীলফামারী জেলার পঞ্চপুকুর জুম্মাপাড়া গ্রামের ওবায়দুল হকের ছেলে সোহেল রানাও চাকরি করে। এ সুবাদে তার মেয়ের সঙ্গে সোহেল রানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৪ এপ্রিল (সোমবার) রাত ৮টায় সোহেল তার মেয়েকে বেড়ানোর কথা বলে কাঁচপুর চেঙ্গাইন এলাকায় নিয়ে যায়। পথে এক নির্জন জায়গায় আগে থেকে আরও দুই বন্ধু অপেক্ষা করছিল।
পরে সোহেলসহ আরও দুই বন্ধু মিলে তার মেয়েকে গণধর্ষণ করে। একপর্যায়ে মেয়ে অসুস্থ হয়ে পড়লে সোহেল কাঁচপুর এলাকার একটি ক্লিনিকে ভর্তি করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের বলেন, গণধর্ষণের বিষয়ে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে।