২৪ দিন পর ‘অপহৃত’ শিশু সুমাইয়াকে উদ্ধার
প্রকাশ | ২৭ এপ্রিল ২০১৭, ১৪:৫৯
‘অপহৃত’ শিশু সুমাইয়াকে (৫) রাজধানীর কামরাঙ্গীরচর থেকে উদ্ধার করেছে পুলিশ।
২৬ এপ্রিল (বুধবার) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর জুরাইনের এক বাসা থেকে পাঁচ বছর বয়সী শিশুটিকে উদ্ধার করা হয় বলে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান জানান।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, ২৬ এপ্রিল (বুধবার) দিবাগত সুমাইয়াকে কদমতলী থেকে উদ্ধার করা হয়েছে। ওই বাসা থেকে বৃষ্টি নামের এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি এখন পুলিশের হেফাজতে আছে।
২ এপ্রিল কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় বাড়ির সামনে থেকে সুমাইয়া ‘নিখোঁজ’ হয়। এ ঘটনায় সুমাইয়ার বাবা জাকির হোসেন ২৪ এপ্রিল কামরাঙ্গীরচর থানায় অপহরণের মামলা করেন। নিখোঁজ হওয়ার ২২ দিন পুলিশের সব কটি বাহিনী সুমাইয়ার খোঁজে মাঠে নামে।
সুমাইয়ার বাবা জাকির হোসেন স্টিল কারখানার কর্মচারী, মা গৃহিণী।