নারী নির্যাতন মামলায় চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কারাগারে
প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৭, ০১:৩২
নারী নির্যাতন মামলায় চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
২৪ এপ্রিল (সোমবার) দুপুরে আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক মো. রোকনুজ্জামান তার জামিন না মঞ্জুর করে এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১২ জুলাই চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয়ে ইপিআই সুপারভাইজার মুক্তিযোদ্ধা কন্যা আফরোজা পারভীনকে (বর্তমানে চাকরিচ্যুত) ধর্ষণের চেষ্টা করেন সচিব কাজী শরিফুল ইসলাম। এ অভিযোগ এনে আফরোজা পারভীন ১৬ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন-১ আদালতে মামলা দায়ের করেন।
এ ঘটনার পর কাজী শরিফুল ইসলাম উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন নেন এবং তাকে নিম্ন আদালতে চার সপ্তাহ পর তাকে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্ত শরিফুল নিম্ন আদালতে হাজির না হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
২৪ এপ্রিল (সোমবার) আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক অধিকতর শুনানির জন্য আগামি ২৭ এপ্রিল দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।