আসছেন বিদিশা, ভগ্নাংশের জোটে পরিণত হচ্ছে ২০ দল

প্রকাশ : ২২ জুন ২০১৬, ১৫:৫০

জাগরণীয়া ডেস্ক

ধীরে ধীরে ভগ্নাংশের জোটে পরিণত হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শিগগিরই এ জোটে যোগ দিতে যাচ্ছে জাতীয় পার্টি (এরশাদ) ও জাতীয় পার্টির (কাজী জাফর) ভগ্নাংশে গঠিত নতুন একটি রাজনৈতিক দল।

আর এ দলটির নেতৃত্বে থাকছেন হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী ও জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন।

সূত্রমতে, হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ভগ্নাংশে গঠিত জাতীয় পার্টির (কাজী জাফর) একাংশ ও মূল জাতীয় পার্টির (এরশাদ) পদ ও সুবিধা বঞ্চিত কিছু নেতা নিয়ে বিদিশা সিদ্দিকীর নেতৃত্বে আরেকটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবুজ সংকেত পেলেই এ দলটির আত্মপ্রকাশ ঘটবে। কারণ, দুই জাতীয় পার্টির ভগ্নাংশে গঠিত এই রাজনৈতিক দলের মূল লক্ষ্য হবে বিএনপির নেতৃ্ত্বাধীন ২০ দলীয় জোটে ঢুকে আলোচনার কেন্দ্র বিন্দুতে আসা।

এ লক্ষ্য সামনে রেখেই গত ১১ জুন রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত খালেদা জিয়ার ইফতার মাহফিলে হাজির হন বিদিশা সিদ্দিকী। পরের ইফতার মাহফিলগুলোতে নিয়মিতই দেখা গেছে তার রানিংমেট হতে যাওয়া আহসান হাবীব লিংকনকে।

এদিকে দুই জাতীয় পার্টির ভগ্নাংশে গঠিত হতে যাওয়া বিদিশা সিদ্দিকীর নেতৃত্বাধীন নতুন দলের ২০ দলীয় জোটে ঢোকার খবরে জোটের পুরনো শরিকরা মিশ্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন।

তারা বলছেন, ২০১২ সালের ১৮ এপ্রিল চার দলীয় জোট সম্প্রসারণের মাধ্যমে ১৮ দলীয় জোট গঠন ছিল সময়োপযোগী। তবে জোটের নাম সংখ্যাতাত্ত্বিক হওয়ায় এর স্থায়িত্ব নিয়ে শুরুতেই দেখা দিয়েছিল শঙ্কা।

কারণ, বছর না ঘুরতেই বাংলাদেশের সাম্যবাদী দলের একাংশ জোটে ভিড়লে তা ১৯ দলীয় জোটে পরিণত হয়। ৫ জানুয়ারির নির্বাচনের পর প্রয়াত কাজী জাফরের নেতৃত্বে জাতীয় পার্টির একাংশ বিএনপি জোটে যোগ দিলে তা ২০ দলীয় জোটে রূপান্তরিত হয়।

এখন আরো দু’টি রাজনৈতিক দলের ভগ্নাংশে গঠিত বিদিশা সিদ্দিকীর নেতৃত্বাধীন আরেকটি রাজনৈতিক দল ২০ দলীয় জোটে যোগ দিলে জোটের নাম আরেক দফা পরিবর্তন করে ২১ দলীয় জোট রাখতে হবে। বিষয়টি হবে নিতান্তই হাস্যকর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত