চকরিয়ায় তলিয়ে গেছে পাকা বোরো ধান
প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৭, ১৬:৪৩
তিনদিনের বৃষ্টিতে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকশত কৃষকের হাজার হাজার একর জমির পাকা ধান বৃষ্টির পানির নিচে তলিয়ে গেছে।
উত্তর নলবিলা এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, তিনদিন ধরে বৃষ্টি হয়েছে। অব্যাহত বৃষ্টিতে কাকারা ইউনিয়নের ফসলী জমি ও বোরো ধানের মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। উত্তর নলবিলা এলাকায় প্রায় এক হাজার একর জমিতে এবার বোরো চাষ করা হয়েছে। ফলন ও ভাল হওয়ার সম্ভাবনা ছিলো। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে উত্তর নলবিলা ও কাকারা ইউনিয়নের ফসলী জমিতে ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া ওই এলাকায় মাটির বাধ থাকায় ধান ক্ষেতে জমে থাকা পানি সহজে নিস্কাশন হতে ও পারছে না। বর্তমানে নলবিল ও কাকারা এলাকায় পানির নিচে রয়েছে শতশত একর পাকা ধান। এ অবস্থায় কৃষকরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এদিকে কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান জানান, ভারিবর্ষণে কাকারা ইউনিয়নের ফসলী জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বোরো ধানের ফলন ভালো হলেও বৃষ্টির কারণে লগ্নিকৃত টাকা ফিরে পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।