ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নারীকে ছুরিকাঘাত
প্রকাশ | ২২ এপ্রিল ২০১৭, ১৮:৪২ | আপডেট: ২২ এপ্রিল ২০১৭, ২১:০৫
ঝিনাইদহের শৈলকুপায় স্কুলছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে স্বপ্না খাতুন নামে এক নারী আহত হয়েছেন।
উপজেলার ফুলহরি ইউনিয়নের মহব্বতপুর গ্রামে ১৯ এপ্রিল (বুধবার) ঘটনাটি ঘটে। স্বপ্না ওই গ্রামের মাসুদের স্ত্রী।
জানা যায়, ভাইট রাবেয়া খাতুন মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রীরা স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় মহব্বতপুর গ্রামের উসমান আলীর ছেলে সোহাগ (১৬), ভগমাননগর গ্রামের কামালের ছেলে রানা (১৮), জাকেরের ছেলে শাকিল (১৭) ও খয়বারের ছেলে মিথুন (১৬) ছাত্রীদের পিছু নিয়ে উত্যক্ত করে আসছিল। বিষয়টি জানতে পেরে মাসুদের স্ত্রী স্বপ্না প্রতিবাদ করলে বখাটেরা ধারালো চাকু দিয়ে তাকে আঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, এঘটনায় আহত স্বপ্নার স্বামী মাসুদ থানায় লিখিত অভিযোগ করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।