যৌতুকের মামলায় এসআই কারাগারে

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৭, ১৩:১৮

অনলাইন ডেস্ক

 

চট্টগ্রামে যৌতুকের দাবির অভিযোগে করা স্ত্রীর মামলায় এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। ওই পুলিশ কর্মকর্তার নাম আরিফুর রহমান, বর্তমানে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত আছেন। এর আগে তিনি র‌্যাবে ছিলেন।

২০ এপ্রিল (বৃহস্পতিবার) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক বেগম রোকসানা পারভীন পুলিশের উপ পরিদর্শক আরিফুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার বলেন, এসআই আরিফুর রহমানের বিরুদ্ধে তার স্ত্রী মাহিনুর জান্নাত পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন।

গেল বছর ১৯ সেপ্টেম্বর করা অভিযোগের ভিত্তিতে আদালত এসআই আরিফুরকে আত্মসমর্পণের নির্দেশে দিয়েছিল। ২০ এপ্রিল (বৃহস্পতিবার) তিনি আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।