১০ হাজার ইয়াবাসহ দুই নারী আটক
প্রকাশ | ২০ এপ্রিল ২০১৭, ২০:২৪
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের নিউমার্কেট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
১৯ এপ্রিল (বুধবার) রাত ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের সহকারী পরিচালক এএসপি আমিরুল্লাহ।
এএসপি আমিরুল্লাহ জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া দুজনের নাম, রোজিয়া বেগম (৪০) এবং গুলবাহার বেগম (৪৫)। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের হয়েছে।