দিনাজপুরে বয়লার বিস্ফোরণে নারী শ্রমিকের মৃত্যু
প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৭, ২২:০৫
দিনাজপুর সদর উপজেলায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।
নিহত শ্রমিকের নাম অঞ্জনা দেবীর (৪২)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
১৯ এপ্রিল (বুধবার) দুপুরে উপজেলার গোপালগঞ্জ মোড়ের মের্সাস যমুনা অটোমেটিক রাইস মিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাইস মিলটিতে ভোর থেকে ধান ছাটাইয়ের কাজ চলছিল। দুপুর ১২টার দিকে মিলের বয়লার প্রচণ্ড গরমে বিস্ফোরণ হয়। এতে আহত হন ২৮ শ্রমিক। তাদের মধ্যে ২৩ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ১১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অঞ্জনা দেবী মারা যান।
স্থানীয় চেহেলগাজী ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মিল মালিক শহরের বড় বন্দর এলাকার সুবল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।