স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ | ১৮ এপ্রিল ২০১৭, ০৫:০১
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে কৃষ্ণপদ সরকার (৪৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।
১৭ এপ্রিল (সোমবার) দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) অমিত কুমার দে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত কৃষ্ণপদ সরকার যশোরের কেশবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের শান্তিরাম সরকারের ছেলে।
যশোর নারী ও শিশু নির্যাতন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালে কৃষ্ণপদ সরকার যৌতুক না পেয়ে স্ত্রী আন্না সরকারকে পিটিয়ে হত্যার পর মরদেহের গলায় ফাঁস দিয়ে আড়ায় ঝুঁলিয়ে দেয়। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে শার্শা থানায় একটি মামলা করেন। মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় কৃষ্ণপদ সরকারকে মৃত্যুদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামি করুণা সরকার ও পঞ্চানন সরকারকে বেকসুর খালাস দেওয়া হয়। বর্তমানে সাজাপ্রাপ্ত কৃষ্ণপদ সরকার পলাতক রয়েছেন।