তিনদিনের ভুটান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৭, ০১:০০
চারদিনের ভারত সফরের রেশ না কাটতেই এবার দ্বিপক্ষীয় সফরে ভুটান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনদিনের এই সফর শুরু হচ্ছে আগামি ১৮ এপ্রিল।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের আমন্ত্রণে শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফর করবেন এবং রাজধানী থিম্পুতে একটি অটিজম কনফারেন্সে বক্তৃতা দেবেন।
প্রধানমন্ত্রীর এবারের সফরে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা আছে। এগুলো হচ্ছে দ্বৈতকর পরিহার চুক্তি, সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং সংস্থার সঙ্গে ভুটানের স্ট্যান্ডার্ড টেস্টিং সংস্থার একটি সমঝোতা স্মারক, কৃষি সহযোগিতার জন্য সমঝোতা স্মারক এবং বাংলাদেশের নৌপথ ব্যবহার করে ভুটানের পণ্য যাতায়াতের জন্য একটি সমঝোতা স্মারক।