‘বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে চলবে’ (ভিডিও)
প্রকাশ | ১১ এপ্রিল ২০১৭, ১৯:২৯ | আপডেট: ১১ এপ্রিল ২০১৭, ১৯:৩৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব চুক্তির বিস্তারিত জানতে পারবেন। আমি যতক্ষণ ক্ষমতায় আছি বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে চলবে। দেশের আত্মমর্যাদা অনেক বড়। ২১ বছর পর ক্ষমতায় এসে বাংলাদেশকে আত্মমর্যাদার আসনে রেখে গিয়েছিলাম। আমরা বিজয়ীর জাতি আমরা কারো কাছে হাত পেতে না আত্মমর্যাদা নিয়ে চলবো। বঙ্গবন্ধুর নীতি ‘কারো সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব’, এই নীতিতেই চলছি।
ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফর থেকে ফেরার একদিন পর ১১ এপ্রিল (মঙ্গলবার) গণভবনে সংবাদ সম্মেলনে আমাদের সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান এর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভেতরে আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, পরিকল্পিত শিল্পায়নের প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশ-ভারতে ব্যবসায়ীরা যেন যৌথভাবে কিংবা ভারতের ব্যবসায়ীরা যেন সেখানে বিদেশি বিনিয়োগ করতে পারেন।
উল্লেখ্য, ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে ১০ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেন। আর ৮ এপ্রিল দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ দ্বিপাক্ষিক বৈঠকে মোট ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।