গফরগাঁওয়ে শিশু নির্যাতনে গৃহবধূ গ্রেপ্তার
প্রকাশ | ১১ এপ্রিল ২০১৭, ০০:৫৫ | আপডেট: ১১ এপ্রিল ২০১৭, ০০:৫৭
ময়মনসিংহের গফরগাঁওয়ে আট বছরের শিশু তাউছিয়া আক্তারকে নির্যাতনে অভিযুক্ত গৃহবধূ নারগিস আক্তারকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ এপ্রিল (রোববার) বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের চরকামারিয়ার নতুন চর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৫ এপ্রিল (বুধবার) সকালে চর আলগী ইউনিয়নের চরকামারিয়া নতুন চর এলাকার বাসিন্দ আকবর মিয়ার স্ত্রী নারগিস আক্তার পূর্ব শত্রুতার জের ধরে পাশের বাড়ির প্রবাসী আনিসুর রহমানের শিশু কন্যা তাউছিয়ার শরীরে কয়েক লিটার ফুটন্ত গরম পানি ঢেলে দেন। এতে তাউছিয়ার মুখমণ্ডল ও শরীরের অধিকাংশ পুড়ে ও ঝলসে যায়।
এ সময় শিশু তাউছিয়ার চিৎকারে প্রতিবেশিরা এবং তাউছিয়ার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মাহবুব আলম জানান, সকালে তাউছিয়ার মা ফেরদৌসি আক্তার বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে নারগিস আক্তার ও তার স্বামী আকবর মিয়াকে আসামি করে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় নারগিস আক্তারকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী পলাতক রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।