গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৭, ১৩:৪৩
অনলাইন ডেস্ক
![](/assets/news_photos/2017/04/09/image-7433.jpg)
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
৮ এপ্রিল (শনিবার) রাত ৯টার দিকে উপজেলার আড়পাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা জানান, রাতে ঢাকা-পাটুরিয়া সড়কের আড়পাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ির চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। ওই নারীর নামপরিচয় শনাক্তকরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।