যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৭, ১৬:১২
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। লাশ হাসপাতালে ফেলে রেখে স্বামী পালিয়ে গেছে।
৭ এপ্রিল (শুক্রবার) ভোরে সাতক্ষীরা সদরের পালাশপোল এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ ইয়াসমিন হোসেন টুম্পা (২০) পলাশপোল গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
নিহতের চাচা ইব্রাহিম হোসেন মধু জানান, দুই বছর আগে তার ভাইজির সাথে পুরাতন সাতক্ষীরার মৃত মোশারফ হোসেনের ছেলে ফারুখ হোসেনর বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। ফারুখ স্ত্রী সন্তান নিয়ে পালাশপোল এলাকায় ভাড়া থাকতো। ফারুখ কোন কাজ করতো না সে নেশাগ্রস্ত ছিল। যৌতুকের জন্য প্রায় সে স্ত্রীকে মারধর করতো। ভ্যানচালক পিতা মেয়ের সুখের কথা চিন্তা করে প্রায় ৫০ হাজার টাকা যৌতুক দিয়েছে। ঘটনার দিন ফারুখ তার স্ত্রীকে মেরে শ্বশুরের কাছে রাত ২টার সময় ফোন করে বলে আপনার মেয়ে অসুস্থ তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে।
তারপর হাসপাতালে টুম্পার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এরপর তারা জামাইকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।