শুক্রবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৭, ১৭:০৯ | আপডেট: ০৬ এপ্রিল ২০১৭, ১৮:২৩

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ এপ্রিল (শুক্রবার) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ছেন।

ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনৈতিক দলগুলোর প্রধান, সরকারের মন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

৭ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০৯৭ ভিভিআইপি ফ্লাইটটি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে।

ফ্লাইটটির নয়াদিল্লি পৌঁছানোর সম্ভাব্য সময় দুপুর সাড়ে ১২টা। সেখানে ভারত সরকারের কর্তাব্যক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহযোগে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হবে। সফরকালীন সময় সেখানেই থাকবেন প্রধানমন্ত্রী।

প্রায় সাত বছর পর সরকারি সফরে ভারত যাচ্ছেন প্রধোনমন্ত্রী শেখ হাসিনা। সফরে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। গুরুত্বপূর্ণ এ সফর শুরুর আগে থেকেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের উচ্চপদস্থরা দিল্লিতে অবস্থান করছেন।