বনানীতে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ | ০৫ এপ্রিল ২০১৭, ০১:০২
অনলাইন ডেস্ক
রাজধানীর বনানীতে সুমাইয়া মিসি (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
৪ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনা ঘটে।
পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টায় মৃত ঘোষণা করেন। কী কারণে সুমাইয়া আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
মৃত নারীর স্বামী এম এম আরিফুল হক জানান, বনানী রোড নম্বর ২/বি বাড়ি নম্বর ছয় তলার একটি বাড়িতে তারা স্বামী-স্ত্রী ভাড়া থাকেন। মার্চ মাস হয় তাদের বিয়ে হয়েছে। এটা তাদের দু’জনেরই দ্বিতীয় বিয়ে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।