নারী পুলিশ সদস্য আত্মহত্যার ঘটনায় এসআই কারাগারে
প্রকাশ | ০৫ এপ্রিল ২০১৭, ০০:১৭
ময়মনসিংহের গৌরীপুর থানার সেই উপ-পরিদর্শক (এসআই) মিজানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৪ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ এপ্রিল (বুধবার) রিমান্ডের দিন ধার্য করে তাকে কারাগারে পাঠান।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি বিষয়টি জানান।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ জানান, ৩ এপ্রিল (সোমবার) রাতে হালিমার বাবা মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই এসআই মিজানকে প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশলাইন্সে ক্লোজ করা হয়।
২ এপ্রিল (রবিবার) দুপুরে গৌরীপুর থানার এসআই মিজানের সঙ্গে প্রেমঘটিত বিষয়ে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন কনস্টেবল হালিমা। পরে ঢাকায় নেওয়ার পথে ভালুকায় তার মৃত্যু হয়।