গোবিন্দগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
প্রকাশ | ০৪ এপ্রিল ২০১৭, ১৬:৪৫
অনলাইন ডেস্ক
![](/assets/news_photos/2017/04/04/image-7235.jpg)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঘুমন্ত অবস্থায় পুড়ে রাহেলা বেগম (৬৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ৪ এপ্রিল (মঙ্গলবার) ভোরে উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাহেলা বেগম ওই গ্রামের কাফি মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, মশার কয়েলের আগুন থেকে ভোরে কাফি মিয়ার গোয়াল ঘরে হঠাৎ আগুন লেগে যায়। পরে সে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ওই বাড়ির তিনটি বসতঘর পুড়ে যায়। এসময় পাশের ঘরে রাহেলা বেগম ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।