গরম ভাত না পেয়ে স্ত্রীকে পিটিয়ে ঘর ছাড়া

প্রকাশ | ০৪ এপ্রিল ২০১৭, ১৫:৪৩

অনলাইন ডেস্ক

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামে গরম ভাত না পেয়ে স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়েছে আমজাদ সরকার নামে এক ব্যক্তি। শুধু পিটিয়েই খান্ত হয়নি ওই বর্বর স্বামী। স্ত্রীর জমানো সর্বস্ব কেড়ে নিয়ে তাকে ঘর থেকেও বের করে দিয়েছে। আমজাদ পেশায় রাজমিস্ত্রি। 

এ ঘটনার পর আহত স্ত্রী ঈশ্বরদী থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান।

স্ত্রীর লিখিত অভিযোগে জানা গেছে, তিন বছর আগে সাহাপুর মসজিদ মোড় এলাকার আমজাদ সরকারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ছয় বছরের একটি সন্তান রয়েছে। বিয়ের পর জানতে পারেন, আমজাদের আরও দুই স্ত্রী রয়েছে। বর্বব বরের অত্যাচার সহ্য করতে না পেরে তারা অন্যত্র চলে গেছেন।

ওই গৃহবধু জানান, আমজাদ ভোরে ঘুম থেকে উঠেই গরম ভাত খেতে চান। কিন্তু তাৎক্ষণিকভাবে ভাত দিতে না পারায় আমজাদ ক্ষিপ্ত হয়ে তাকে গালাগাল করেন। কিল-ঘুষি মারতে শুরু করেন। প্রতিবাদ করায় ঘর থেকে বাঁশ এনে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। বলেন, ‘আজ থেকে তুই বাড়িতে থাকতে পারবি না, বাড়ি থেকে বের হয়ে যাবি।’ এরপর পেটাতে পেটাতে তাকে রাস্তায় বের করে দেন। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার জানান, আমজাদকে গ্রেপ্তার করতে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।