গলায় ফাঁস দিয়ে আদিবাসী তরুণীর আত্মহত্যা
প্রকাশ | ০৪ এপ্রিল ২০১৭, ১২:০৫
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ কলোনির পাশে বিহারি মসজিদের সামনে গলায় ফাঁস দিয়ে রূপসী চাকমা (১৯) নামের এক তরুণী আত্মহত্যা করেছে।
৩ এপ্রিল (সোমবার) বিকেলে বাথরুমের শাওয়ার এর সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
রূপসী চাকমার প্রতিবেশী পরিচয় দিয়ে সুব্রত চাকমা নামের এক তরুণ জানান, রূপসী খাগড়াছড়ির মহালছড়ির জামতলী এলাকার শঙ্কু চাকমার মেয়ে। তিনি নগরীর একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া জানান, রূপসী চাকমা বিহারি মসজিদের পাশে ইউসুফের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার বিকেলে তিনি গলায় ফাঁস দেন। এরপর বিকেল চারটার দিকে তাকে উদ্ধার করে স্বজনরা চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমান তার মরদেহ চমেক মর্গে রয়েছে।