বগুড়ায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৭, ০০:৩১

অনলাইন ডেস্ক

বগুড়ার একটি হাসপাতাল থেকে তিনদিন বয়সী এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে। বগুড়া শহরের ঝোপগাড়ী এলাকার রুবেল উদ্দিনের প্রসূতি স্ত্রী হোসেনে আরা (২০) গত ২৮ মার্চ (মঙ্গলবার) হাসপাতালের গাইনি ওয়ার্ডের ৩৫ নাম্বার বেডে ভর্তি হন। ২৯ মার্চ (বুধবার) তার ছেলে হয়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, গত ১ এপ্রিল (শনিবার) সকালে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ওই শিশু চুরির ঘটনা ঘটে। 

রেহানা বলেন, ৩১ মার্চ (শুক্রবার) রাতেও ওই নারী কয়েকবার তার নাতিকে দেখতে তার মেয়ের বেডের সামনে যান। ওই ওয়ার্ডের ১৫ নম্বর বেডে তার রোগী ভর্তি রয়েছেন বলেও ওই নারী জানান। সকালে নাতিকে কোলে করে ওয়ার্ডর বাইরের সিঁড়িতে রোদ পোহাতে গেলে ওই নারী আমার পাশে গিয়ে দাঁড়ান। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে ওই নারীর সঙ্গে আলোচনার এক পর্যায়ে বিশ্বস্ততা গড়ে ওঠায় নাতিকে তার কোলে রেখে রেহানা ওয়ার্ডে কাপড় আনতে যাই। কিন্তু বারান্দায় ফিরে গিয়ে তার নাতি ও ওই নারীকে আর খুঁজে পাইনি।

অপরদিকে গাইনী ওয়ার্ডের ১৫ নম্বর বেডে কোন রোগী ছিল কিনা এ প্রশ্নের উত্তরে গাইনী ওয়ার্ডের ইনচার্জ (নার্স) সানজিদা আক্তার বলেন, রাতে ডিউটি আমার ছিল না। তবে খাতায় ওই বেডে কোনো রোগী ভর্তির এন্ট্রি নেই।

শিশুটির বাবা রুবেল উদ্দীন বলেন, ১ এপ্রিল (শনিবার) আমাদের প্রথম সন্তানের নাম রাখার কথা ছিল, কিন্তু আমি তাকে হারালাম। এ ঘটনার পর দুপুর আড়াইটায় পুলিশ তার কাছ থেকে অভিযোগ লেখে নিয়ে চলে যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তার সঙ্গে কোনো যোগাযোগ করেননি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক বিধান চন্দ্র মজুমদার জানান, শিশু চুরি ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে। শিশুটির বাবা রুবেল উদ্দীন থানায় শিশু চুরির ঘটনায় অভিযোগ দিয়েছেন। রোগীদের সচেতন করার জন্য অপরিচিত ব্যক্তির হাতে শিশু তুলে না দিতে ওয়ার্ডে ও দেয়ালে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শিশুটি উদ্ধারে পুলিশ কাজ করছে বলে পরিদর্শক ওসি (তদন্ত) আসলাম আলী জানান।