কৃমিনাশক ট্যাবলেট খেয়ে দেড় শতাধিক শিক্ষার্থী অসুস্থ্য
প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৭, ০০:৩০
চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আরও শতাধিক শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
২ এপ্রিল (রবিবার) সকালে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। ট্যাবলেট খাওয়ার ঘণ্টা খানেকের মধ্যে পর্যায়ক্রমে এসব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের লোকজন তাদেরকে দামুড়হুদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতাল) নিয়ে ভর্তি করা হয়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবুহেনা মোহাম্মদ জামাল শুভো জানান, খালিপেটে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর অতিরিক্ত গরমের কারণে ও যাদের পেটে অতিরিক্ত কৃমি আছে শুধু তারাই অসুস্থ্য হয়ে পড়েছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই।