ফরিদপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
প্রকাশ | ০২ এপ্রিল ২০১৭, ১৭:৩০
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট থেকে অপহৃত স্কুলছাত্রীকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারী চয়ন সাহাকে (২৪) গ্রেপ্তার করা হয়।
উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে ১ এপ্রিল (শনিবার) রাতে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। সে দেবনাথ বাগাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, গত ১৯ মার্চ (রবিবার) সকাল ৯টায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই সহযোগীসহ বেতেঙ্গা গ্রামের রতন সাহার বখাটে ছেলে চয়ন সাহা স্কুলছাত্রীকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে গত ৩১ মার্চ (শুক্রবার) স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে চয়ন সাহাকে আসামি করে থানায় একটি মামলা করেন।
ওসি বলেন, গোপনসূত্রে খবর পেয়ে গত ১ এপ্রিল (শনিবার) রাতে বেতেঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী চয়ন সাহাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, ২ এপ্রিল (রবিবার) ভিকটিম স্কুলছাত্রীকে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়া এবং ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া অপহরণকারী চয়ন সাহাকে আদালতে সোপর্দ করা হয়।