বড়হাটে চলছে ‘অপারেশন ম্যাক্সিমাস’ (ভিডিও)
প্রকাশ | ৩১ মার্চ ২০১৭, ১২:৪৪ | আপডেট: ৩১ মার্চ ২০১৭, ১৩:৩০
মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু হয়েছে। ভেতর থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।
৩১ মার্চ (শুক্রবার) সকাল ৯টা ৫২ মিনিটে অভিযান শুরু হয়। অভিযানে অংশ নিতে পুলিশের সাথে যোগ দিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের সদস্যরা।
সিলেটে রেঞ্জের ডিআইজি কামরুল আহসান জানান, জঙ্গি আস্তানায় সকাল ৯টা ৫২ মিনিটের দিকে ‘অপারেশন মেক্সিমাস’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতভর এলাকাটি রেকি করে রাখা হয়।
এর আগে ৩০ মার্চ (বৃহস্পতিবার) মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে একটি জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের ‘অপারেশন হিট ব্যাক’ শেষ হয়। এই অভিযানে এক পুরুষ, দুই নারী ও চার শিশু মারা যায়।
উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে ২৮ মার্চ (মঙ্গলবার) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। বুধবার সন্ধ্যায় নাসিরপুরের আস্তানায় অভিযান শুরু করে সোয়াট। পরে আলোর স্বল্পতার কারণে রাতে অভিযান স্থগিত রাখা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার পরে আবার অভিযান শুরু করে সোয়াট। বিকালে অভিযান শেষ হয়। শহরের বড়হাট এলাকার জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।