খালেদার সঙ্গে কানাডিয়ান প্রতিনিধি দলের বৈঠক
প্রকাশ | ৩১ মার্চ ২০১৭, ০২:৩৬
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত কানাডিয়ান প্রতিনিধি দল।
৩০ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কানাডিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কানাডিয়ান পার্লামেন্টের সদস্য নাথানিয়েল ইরসকিন স্মিথ।
বৈঠক সূত্রে জানা গেছে, দুই দেশের আর্থ-সামাজিক, রাজনীতি, অর্থনীতি, শিল্প, বাণিজ্য নিয়ে আলোচনা করেন খালেদা-নাথানিয়েল। বিশেষ করে বাংলাদেশের আগামী নির্বাচন কীভাবে সবার কাছে গ্রহণযোগ্য হয়, সব দল অংশ গ্রহণ করতে পারে সে বিষয়টি নিয়ে বিশেষ আলোচনা করেন তারা।
বৈঠকে খালেদা জিয়াকে সহযোগিতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান।