ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
প্রকাশ | ৩০ মার্চ ২০১৭, ১৬:৪৭
অনলাইন ডেস্ক
![](/assets/news_photos/2017/03/30/image-7115.jpg)
ঢাকায় কদমতলীর রায়েরবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলি (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
৩০ মার্চ (বৃহস্পতিবার) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত পলি রায়েরবাগ মদিনাবাগের মোশারফ হোসেনের স্ত্রী।
নিহতের দেবর বাবু জানান, সকালে বাসার পানির মটরের সুইচ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পলি। এরপর তাকে ঢামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।