স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক
প্রকাশ | ২৯ মার্চ ২০১৭, ১৬:২৪
খুলনায় স্বামীর পিটুনিতে তাসলিমা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী হযরত আলীকে আটক করা হয়। নিহত তসলিমা দুই ছেলের জননী।
২৯ মার্চ (বুধবার) ভোরে কয়রা উপজেলা সদরের উত্তর মদিনাবাদ গ্রাম থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের হযরত আলী গাজীর সঙ্গে কয়রা উপজেলা সদর ইউনিয়নের উত্তর মদিনাবাদ গ্রামের আবুল গাজীর মেয়ে তসলিমা খাতুনের বিয়ে হয়। এটি আলী গাজীর দ্বিতীয় বিয়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে তসলিমা বাপের বাড়ি চলে আসেন।
২৮ মার্চ (মঙ্গলবার) বিকেলে হযরত আলী শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সেখানেই তাদের মধ্যে ঝগড়া শুরু হলে হযরত আলী স্ত্রী তসলিমাকে বেদম প্রহার করেন। এতে রাত সাড়ে ১২টায় তসলিমা মারা যায়।
এলাকাবাসী ঘটনাটি টের পেয়ে হযরত আলীকে আটক করে পুলিশে খবর দেন।
পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে নিহত তসলিমার লাশ উদ্ধার করে এবং হযরত আলীকে আটক করে থানায় নিয়ে আসে বলেও জানান ওসি।