নাসিরপুরের ‘জঙ্গি আস্তানা’ থেকে ১১ জন আটক

প্রকাশ | ২৯ মার্চ ২০১৭, ১৩:৪৬ | আপডেট: ২৯ মার্চ ২০১৭, ১৬:২১

অনলাইন ডেস্ক

মৌলভীবাজার জুড়ে চলছে তুমুল বৃষ্টি আর এই বৃষ্টি মাথায় নিয়ে দেশর নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যরা জঙ্গি দমনে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। অভিযানস্থলে যোগ দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বিচ্ছিন্ন করা হয়েছে নাসিরপুর গ্রামের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। 

মৌলভীবাজারের সদর উপজেলার নাসিরপুর গ্রামের সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে আটককৃত ১১ জন জঙ্গি কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে,  জঙ্গি আস্তানার আশেপাশের এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে পুলিশ মাইকিং করছে। এরই মধ্যেই ওই বাড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে থাকা লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরির্দশ করে সিলেটের ডিআইজি কামরুল আহসান বলেন, ‘অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ভেতরে ১১-১২ জনের মতো জঙ্গি থাকতে পারে।’