তুমুল বৃষ্টির মধ্যে মৌলভীবাজারে চলছে অভিযান
প্রকাশ | ২৯ মার্চ ২০১৭, ১২:৩৩ | আপডেট: ২৯ মার্চ ২০১৭, ১৬:৩০
মৌলভীবাজার জুড়ে চলছে তুমুল বৃষ্টি আর এই বৃষ্টি মাথায় নিয়ে দেশর নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যরা জঙ্গি দমনে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।
মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানার অভিযানস্থলে যোগ দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাত থেকে মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দু’টি জঙ্গি আস্তানা ঘেরাও করে রেখেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট।
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, দু’টি আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। পুলিশ রাত থেকেই আস্তানা দু’টি ঘেরাও করে রাখে। বুধবার (২৯ মার্চ) ভোররাতের দিকে অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি করতে থাকে। সকালে একের পর এক গ্রেনেড ছুঁড়েও মারে তারা।
রাশেদুল ইসলাম বলেন, রাত থেকে কৌশলে আমরা এলাকাবাসীকে সরিয়ে নিতে পেরেছি। এখন জঙ্গিদের কব্জা করার সব চেষ্টা চলছে।