চুয়াডাঙ্গায় ৩ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ | ১৬ জুন ২০১৬, ১৮:২৪

অনলাইন ডেস্ক

১১৪ বোতল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার জীবননগরে তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলার শিয়ালমারী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- যশোর জেলার কোতোয়ালি থানার শিথারামপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী মরিয়ম খাতুন (৪০), একই গ্রমের জাহিদ আলীর স্ত্রী পারভীন আক্তার (৩৫) ও বাপ্পি হোসেনের স্ত্রী নাছরিন খাতুন (২৮)।

এই ব্যাপারে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রামে অভিযান চালিয়ে ৩ নারীকে আটক করে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ১১৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক তিন জনকে জীবননগর থানায় পাঠানো হয়েছে।