সব জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ
প্রকাশ | ২৬ মার্চ ২০১৭, ২৩:০৫
সিলেটে জঙ্গি আস্তান্য অভিযান সহ সাম্প্রতিক সময়ে সারা দেশের পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।
চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুন্ড, ঢাকার আশকোনা এবং সিলেটের দক্ষিণ সুরমাসহ কয়েকটি স্থানের ঘটনায় ২৫ মার্চ, শনিবার রাতে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) এ সতর্ক বার্তা দেওয়া হয়।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া) সোহেলী ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকল জেলার পুলিশ সুপারদের (এসপি) বিশেষ বার্তা দেওয়া হয়েছে। সবাই যেন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন। একইসঙ্গে বিদেশি নাগরিক, বিশিষ্ট ব্যক্তি ও বিশেষ স্থাপনার সামনে কড়া নজরদারিসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।