অভিযানের সাথে চলছে তল্লাশি
প্রকাশ | ২৬ মার্চ ২০১৭, ১৪:৩২
সিলেটে দক্ষিণ সুরমার শিববাড়ির পাঠানপাড়া এলাকায় জঙ্গিবিরোধী অভিযানের পাশাপাশি পুরো শহর জুড়েই চলছে তল্লাশি।
শনিবার রাতে দুই দফা বিস্ফোরণের পর নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরীতে প্রবেশের মূল প্রবেশপথসহ প্রত্যেকটি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। তবে কোনো ধরনের মেটাল ডিরেক্টর ছাড়াই এই কাজ চালাচ্ছে পুলিশ।
মূল প্রবেশপথ ছাড়াও এলাকাভিত্তিক রাস্তাগুলো বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া এলাকার স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে এবং স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো অনুষ্ঠান হচ্ছে না।
এদিকে শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় এখনও অভিযান শেষ হয়নি। নিরাপত্তাজনিত কারণে অভিযান শেষ না হওয়া পর্যন্ত সাংবাদিকসহ অন্যান্যদের ওই এলাকা থেকে দূরে থাকতে বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ঐ এলাকায়ও নিবিড় তল্লাশি চলছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
মিডিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জেদান আল মুসা সাংবাদিকদের বলেন, কোনো বাড়ি সন্দেহজনক মনে হলে সেখানেই তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এখন ওই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেডের স্প্লিন্টার সংগ্রহ করা হচ্ছে।