'নিরাপত্তায় কোনো গাফিলতি ছিল না'
প্রকাশ | ২৬ মার্চ ২০১৭, ১৩:৫৩
সিলেটে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও অভিযানস্থলের নিরাপত্তাব্যবস্থায় কোনো গাফিলতি ছিল না বলে দাবি করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া।
২৬ মার্চ, রবিবার সকালে গতকালের হামলায় হতাহত ব্যক্তিদের দেখতে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট মহানগর পুলিশের কমিশনার। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
শনিবার অভিযান চলাকাল নিরাপত্তাবলয়ের মধ্যে বোমা হামলায় কারও গাফিলতি দেখছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "নিরাপত্তাব্যবস্থায় কোনো গাফিলতি ছিল না"।
গোলাম কিবরিয়া আরও বলেন, ‘আমরা চেষ্টা করেছি। যে যার কাজ করেছি।’
তিনি জানান, শনিবারের ঘটনার পর সিলেট নগরে নিরাপত্তা ও তল্লাশিচৌকি বাড়ানো হয়েছে।
হামলার ঘটনায় নিহত দুই পুলিশ পরিদর্শকের ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।