পলিথিন ব্যাগে করে এনে বোমা বিস্ফোরণ!
প্রকাশ | ২৬ মার্চ ২০১৭, ০০:৪৫
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযান চলাকালীন এক কিলোমিটারের মধ্যে পাঠানপাড়ায় দুই দফা বিস্ফোরণ ঘটে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান সাংবাদিকদের ব্রিফ করার ঘণ্টাখানেকের মধ্যে কাছের পাঠানপাড়ায় বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়। এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।
এই ঘটনার বিবরণ পাওয়া গেছে ওই বিস্ফোরণে আহত গুলজার আহমেদের কাছে।
ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি বলেন, জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযানের খবর নিতে আসা কয়েকজন ওই জায়গায় ছিলেন। লুঙ্গি পরা এক লোক হাতে একটি কালো পলিথিন নিয়ে আসে। কয়েকজন তাকে আটকে পলিথিনে কী আছে জানতে চাইলে সে বলে, ‘লাল শাক’। এর পরপরই একটি বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ থেকে ছয়জন আহত হন। এরপর পুলিশ ও র্যাব এলে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ২৫ জনের মতো মাটিতে লুটিয়ে পড়েন"।
বিস্ফোরণস্থলে ক্ষতিগ্রস্ত একটি মটরসাইকেল পড়ে থাকতে দেখার কথা জানান প্রত্যক্ষদর্শীরা।