পাশের সাদা ভবনেও জঙ্গি!
প্রকাশ | ২৫ মার্চ ২০১৭, ১১:২১ | আপডেট: ২৫ মার্চ ২০১৭, ১১:২৭
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা আতিয়া মহলের পাশের একটি সাদা রঙের ভবনেও জঙ্গির অবস্থান রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ মার্চ, শনিবার সকালে অপারেশন টুইলাইটে সেনাবাহিনী আতিয়া মহলে ঢুকে পড়ার পর পাশের একটি সাদা রঙের ভবন থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে।
জানা যায়, সকাল ১০টা ৪০ মিনিটে সেনাবাহিনীকে লক্ষ্য করে পাশের সাদা রঙয়ের ভবন থেকে দুই রাউন্ড গুলি ছোড়া হয়।
ধারনা করা হচ্ছে ওই ভবনেও জঙ্গিদের অবস্থান রয়েছে।
এরই মধ্যে সবুজ রঙের ভবনটিতে ঢুকে সেনাবাহিনী ২০ জন জিম্মিকে উদ্ধার করেছে। এদের ১৩ জন পুরুষ ৭ জন নারী। তবে এই ভবনে ২৮টি পরিবারের বসবাস। যাদের অনেকেই এখনো জঙ্গিদের হাতে জিম্মি রয়েছেন বলেই ধারনা করছেন অভিযানকারীরা।
সকাল ৮টা ২৮ মিনিটে লে. কর্নেল ইমরুল কায়েসের নেতৃত্বে ‘আতিয়া মহলে’ এ অভিযান শুরু হয়। এই বিশেষ অভিযানে সম্মুখভাগে অংশ নিয়েছেন সেনাবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যরা। অভিযানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।
বাইরে রয়েছেন সোয়াট, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা।