নিরাপত্তার স্বার্থে অভিযানে দেরি
প্রকাশ | ২৫ মার্চ ২০১৭, ০০:৩৮
সিলেটের শিববাড়ি এলাকার আতিয়া মহলে জঙ্গি আস্তানার আশেপাশের ও একই ভবনের অন্যান্য বাসিন্দাদের নিরাপত্তার কথা চিন্তা করে এখনো চূড়ান্ত অভিযান চালাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ইতোমধ্যেই বাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ, সোয়াত ও সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ানের সদস্যরা। সাথে আছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরাও। ঘটনাস্থলে বিকেলে আনা দুটি অ্যাম্বুলেন্স সন্ধ্যার দিকে ফিরে গেলেও রাত ৯টার দিকে আবার ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এসেছে।
বর্তমানে সেখান থেকে উৎসুক জনতাও সরে যাওয়ায় সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়া ঘটনাস্থলে তেমন কেউ নেই।
পুলিশ ধারণা করছে, ভেতরে জঙ্গিদের কাছে বিস্ফোরক থাকতে পারে। কিন্তু ভবনের আরো ২৮টি পরিবারের নিরাপত্তার কথা ভেবে সর্বোচ্চ সতর্কতার সাথে অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এখন রাতে নাকি ভোরের দিকে চূড়ান্ত অভিযান চালানো হবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায় নি।
এদিকে ভবনের ভেতরে সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকেও সন্ধ্যা পর থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি।