ঠাকুরগাঁওয়ে লাঠির আঘাতে নারীর মৃত্যু
প্রকাশ | ২০ মার্চ ২০১৭, ১৮:০৮
ঠাকুরগাঁও সদর উপজেলার পাওনা টাকা চাওয়ায় যুবকের লাঠির আঘাতে হোসনেআরা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
উপজেলার আকর্চা ইউনিয়নের ইয়াকুবপুর এলাকায় ১৯ মার্চ (রবিবার) রাতে এ ঘটনা ঘটে। হোসনেআরা ওই এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
পুলিশ জানায়, হোসনেআরা ও তার স্বামী মুদি দোকানের ব্যবসা করে সংসার চালাতেন। ১৯ মার্চ (রবিবার) রাতে একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২২) তাদের দোকানে কিছু কিনতে যান। এসময় রাজ্জাক ইসমাইলকে পূর্বের ২০ টাকা পরিশোধ করতে বলেন। এ নিয়ে ইসমাইলের সঙ্গে রাজ্জাকের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইসমাইল উত্তেজিত হয়ে রাজ্জাকের সঙ্গে হাতাহাতি করে। এ সময় হোসনেআরা এগিয়ে গেলে ইসমাইলের হাতে থাকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসনেআরাকে মৃত্য ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ইসমাইলকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।